বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেদী উদ্ধার

গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১২ এর নিকট একটি গোয়েন্দা তথ্য আসে যে, বগুড়ার আদমদীঘি এলাকায় কতিপয় চোরাচালান কারবারি কষ্টিপাথরের মূর্তি হাতবদল করতে যাচ্ছে। বিলম্ব না করে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে চলে র্যাব-১২ এর একটি অপারেশন টিম। বিকেল ০৩.৩০ ঘটিকার দিকে বগুড়ার আদমদীঘি এলাকায় শুরু হয় গোয়েন্দা তৎপরতা। এক পর্যায়ে কষ্টি পাথরের মূর্তিটির হাতবদল শুরু হলে ধাওয়া করা হয় চোরাচালান কারবারিদের। গ্রেফতার করা হয় ৩ চিহ্নিত চোরাচালান কারবারিকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি কষ্টি পাথরের মূর্তি ও ০১ টি বেদী যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।