শিরোনাম

South east bank ad

রাঙামাটির ছোট হরিণায় লাখ টাকার সেগুন কাঠ জব্দ

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন   |   বিজিবি

রাঙামাটির ছোট হরিণায় লাখ টাকার সেগুন কাঠ জব্দ

 
রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ছোট হরিণা বাজার চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। অভিযানে অংশ নেয় রাঙামাটি বিজিবির ১২ ব্যাটালিয়নের একটি টহল দল।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঠ উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। তবে খবর পেয়ে কাঠ পাচারকারীরা আগেই পালিয়ে যায়। পরে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় প্রায় ২৬ দশমিক ৫৪ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ উদ্ধার করা হয়। জব্দ করা কাঠের বাজারমূল্য প্রায় এক লাখ ২৭ হাজার ৪৬৮ টাকা। 

১২ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. আজম আলী বলেন, জব্দ করা কাঠগুলো আপাতত বিজিবির হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
BBS cable ad