শিরোনাম

South east bank ad

বিজয়নগরে শীতার্ত মানুষের পাশে বিজিবি

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন   |   বিজিবি

বিজয়নগরে শীতার্ত মানুষের পাশে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে (বিজিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ে বিজিবি-২৫ ব্যাটালিয়নের উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়া হয়। এসব কম্বল পেয়ে খুশি হন শীতার্তরা।

বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাব্বার আহমেদ অসহায়দের হাতে কম্বল তুলে দেন।
পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।

কম্বল পেয়ে বৃদ্ধ রফিকুল ইসলাম বলেন, ‘কম্বলডা আমার খুব দরকার আছিল। বিজিবি খবর পাডায়া কম্বল দিছে।’

মমতা বেগম নামে এ নারী বলেন, ‘এই শীতের মইদ্দে কম্বলডা পায়া উপকার অইলো।
বিজিবি দিতাছে কম্বলডা। আমার মত আরো মাইনসের দিতাছে।’

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাব্বার আহমেদ বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি এখানকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ। এই শীতে আমাদের কম্বল নিয়ে সীমান্তের অসহায় মানুষগুলোর কিছুটা হলেও উপকার হবে।

BBS cable ad