শিরোনাম

South east bank ad

‘সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র যাতে ঢুকতে না পারে সে জন্য কাজ করছে বিজিবি’

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন   |   বিজিবি

‘সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র যাতে ঢুকতে না পারে সে জন্য কাজ করছে বিজিবি’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে ভারত থেকে যাতে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি কাজ করছে। এ নির্বাচনে যাতে মানুষ ভোট দিতে পারে বিজিবি মাঠে থাকবে। অস্ত্রের কোনো তথ্য থাকলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। পুলিশসহ অন্যান্য বাহিনীর কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়েও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইতিমধ্যে আমারা কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করেছি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ১০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন ৬০০ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন নিয়ে আমার প্রশিক্ষণ করছি, বিজিবি যাতে সুন্দরভাবে নির্বাচনের দায়িত্ব পালন করে তার জন্য বিভিন্ন প্যাকেজে ট্রেনিং দিচ্ছি। অবৈধ অস্ত্র নিয়ে আমাদের সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক রয়েছে। তবে আমাদের টার্গেট থাকে যারা অস্ত্রটা বাংলাদেশ নিয়ে এলো তাদের ধরতে পারি, তাদের আইনের আওতায় আনতে পারি তাহলে কিন্তু সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যাবে।
এটা চেইনটা ধরার কাজ আমরা করছি, চেষ্টা করি মানুষসহ ধরতে। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যান্য পদবির কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা।

BBS cable ad