South east bank ad

ঝালাকঠিতে লকডাউন প্রশাসনের কঠোর নজরদারী

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ০৩:২৭ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

ঝালাকঠিতে লকডাউন প্রশাসনের কঠোর নজরদারী

মোঃ রাজু খান (ঝালকাঠি ) : ঝালকাঠিতে চলছে কঠোর সাটডাউন। সোমবার সকাল থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। সাটডাউন বাস্তবায়নে রোবার স্কাউট ও গালস গাইড দলের চোখে পরার মতো কার্যক্রম। পাশা পাশি বিভিন্ন স্বোচ্ছাসেবি সংগঠন করোনা আক্রান্ত ও অনন্য শ্বাসকষ্ট রোগিদের বাসায় নাম মূল্যে অক্সিজেন সিলিন্ডার আবার কাউকে বিনামূল্যে অক্সিজেন সরবারহ করছে। সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে। অকারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ ও আনছার ব্যাটালিয়ান বাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। 

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: